কাদের হাতে তুলে দিলাম আমার দেশের ভবিষ্যত?
রাজনীতি ভরা দেখি সব বন্য শ্বাপদ!
কোন দিকে যাব আজ কিংকর্তব্যবিমূঢ়
জলে কুমির ডাঙায় বাঘ মিলেনা উত্তর।
ছোবল দেয়না যেখানে বন্য নাগিনী,
নিরীহ মানুষের রক্ত খায় সেথায় দুই ডায়নী।
ডাইনীদের কবল থেকে দেশকে রক্ষা,
কে করিবে আমাদের, কে হবে ত্রাতা?
যতদিন রাজনীতির ভার গুনীজন নেবেন না,
ততদিন মানুষ খাবে ঐ ডাইনী রাক্ষসরা।
07/02/2015
11:48 pm
d.m