হায়! দেশ আমার পার করছে এ কোন অস্থির,অন্ধকার,বিভৎস সময়?
আজি পেট্রোল বোমার কাছে হইল বুঝি,এটম বোমার পরাজয়!
হিরোসীমা নাগাসাকির বর্বরতা হার মানল যে দেশে-
সে দেশে আমার জন্ম, ভাবতেই ঘৃণায় গা শিউরে ওঠে!
পশ্চিমতীর,ফিলিস্তিন,গাঁজা-একি দেখি আজ চারিদিকে,
দেশটাকি তবে চলে গেল আজ অসভ্য, বর্বর জঙ্গীদের দখলে?
মানব জাতির শ্রেষ্ঠত্বের মুকুট রাখতে চাইনা আর এ মুণ্ডে,
আসুন ঘৃণাভরে ঘোষণা করি,"মানুষ-আমরা নিকৃষ্ট এ প্রাণীকুলে।"
04/02/2015
12:55 pm
g.c.c