আজ আমি আর কবি হতে পারিনা,
কারণ সহিংস নাশকতার কাছে-
আমার কবিতা লাজে মাথা নূইয়ে গেছে।
শব্দরা সব আহত আর নিহত-
শুধু ভেউ, ভেউ করে কাঁদে!
আজ আমি আর নিজেকে মানুষ ভাবতে পারিনা,
কারণ আমার মন ভেঙে গেছে-
ঐ পেট্রোল বোমা আমার সব ভাবনা কেড়ে-কুড়ে নিয়ে গেছে!

03/02/2015
10:45 pm
d.m