তোমারই সিলিন্ডারের একদা হয়েছিল সাধ,
মাপিবে গভীরতা আমারই কুয়ার।
এই বাসনা করে আসিল সে ধারে,
ঘুরঘুর করিতে লাগিল সমান্তরাল পাড়ে।
আমারই সবুজ সংকেত পেয়ে,
তোমারই  সিলিন্ডার নামিল গভীরে।
সুদীর্ঘ সিলিন্ডার তল নাহি পায়,
তলের আশায় সে গভীরে দাবড়ায়!
একদা হইল খান্ত,হয়ে ভীষন ক্লান্ত,
আমাকে করিল সে মহা উদভ্রান্ত!
জানিনা তোমার সিলিন্ডারের সাধ কতটা মিটিল?
শুধু এটুকুই জানি,আমার এই ছোট্ট কুয়োর সাধ অপূর্ণই থাকিল!
শুন হে সিলিন্ডারের গর্বিত মালিক,
কুয়ারও থাকে কিছু সুপ্ত ইচ্ছা-একথা নয় অলীক।



09/01/2015
12:33am
d.m.