একি কথা, একি কথা যাচ্ছে এখন শোনা-
ব্যাকটেরিয়া দিবে নাকি চব্বিশ ক্যারেট সোনা।
ব্যাকটেরিয়াকে বিজ্ঞানীরা গোল্ডক্লোরাইড খাওয়াইলেন,
কিছুদিন পরে বিশেষ প্রক্রিয়ায় নাকি ২৪ক্যারেট পাইলেন।
আরও খুশির কথা কি জান তা,জান তা?
ব্যাকটেরিয়ার কল্যাণে মূল্যবান এ স্বর্ণ নাকি হয়ে যাবে সস্তা,সস্তা!