যদি পরকাল ও পরজনম বলে কিছু থাকে,
তবে পুনর্জন্মই চাইব।
যদি স্রষ্টা বলে কিছু থাকে,তবে তাকে গিয়ে বলব-
আর যে প্রাণীই বানাও অন্তত মানুষ বানিও না,
যদি মানুষ বানাও অন্তত এত ধর্ম দিও না,
যদি এত ধর্ম দাও তবে হিন্দু বানিও না,
যদি হিন্দু বানাও কভু উচ্চ শিক্ষিত বানিওনা,
উচ্চ শিক্ষিতই যদি বানাও-
তবে কোন জাত ভেদাভেদ এ জগতে রাখিও না!
21/01/2015
7:30 pm
j.b