তুমি আসনি বলে
সূর্য ওঠেনা,হয়না সোনালী ভোর।
তুমি আসনি বলে
রোমাঞ্চ জমে না,ভোমরারা আজ ভীমরুল!
তুমি আসনি বলে
গদ্যেই বাঁধা জীবন,পদ্য আঁকে না শৈল্পিক রংধনু।
তুমি আসনি বলে
সবই আজও বিষ,হয়ে ওঠেনি কিছুই মধু।
তুমি আসনি বলে
আমি বেঁচে আছি আজও, এটাই যেন যাদু!
তুমি আসনি বলে
রসাল এখনো দেখিনি,বেতফল হয়নি খাওয়া।
তুমি আসনি বলে
নরকে জ্বলে কামানল, রমণ স্বর্গে হয়নি কভু যাওয়া!
তুমি আসনি বলে
শীত এখনও যায়না,গ্রীষ্ম নিতান্ত জলৌ
তুমি আসনি বলে
শিকলে বাঁধেনি কেউ, স্বাধীনতায় ঘুরি এখনও।


০৪/০১/২০১৫
4:08pm