বাবা তুমি বড় হও লক্ষ্মীসোনা,
মনযোগ দিয়ে তুমি কর পড়াশোনা।
তোমায় নিয়ে আমি কত স্বপ্ন দেখি,
ধীরে ধীরে পাড়ি দিবে শিক্ষার সিঁড়ি।

প্রথমেতে নার্সারী, পরে প্রাইমারী
অনন্তর মাধ্যমিক যাবে তাড়াতাড়ি।
তারপর শুরু হবে কলেজ জীবন,
উচ্চ মাধ্যমিকে করিবে গমণ।
উচ্চ মাধ্যমিক করিয়া শেষ,
অতপর শুরু হবে এডমিশন টেস্ট।
কৃতিত্বের সহিত করিয়া রেজাল্ট,
ভর্তি হইবে তুমি উচ্চ-ক্লাস।

পেরিয়ে উচ্চ-শ্রেনী, যাইবে বিদেশ,
তারপর কুড়াইবে যত মান আর যশ।
এইভাবে একদিন হইবে অনেক বড়,
রাখিবে স্বদেশের মান, রাখিবে স্বীয়।
করিবে উন্নত শির জন্মভূমির!
সেই গৌরবে গর্বিত হইব আমি-
স্মরণীয়, বরণীয়, পূজনীয় তুমি!

19/07/2001
5:28 pm
sukcar, hatiya.