আবার ফিরে আসুক মঈন-ফখরুদ্দিন জুটি,
পুনরায় জেলে যাক আমার কাব্যের ক ও খ।
স্বৈরতন্ত্রের আড়ালেই চলুক গণতন্ত্রের ঘঁসামাজা।
চলুক অনবরত গুগল সার্চিং........
কাকে দেয়া হবে দেশের যোগ্য নেতৃত্ব?
আর পারিনা সইতে বংশগত রাজনীতির এ বিষবাষ্প,
ভীষণ তেতো হয়ে গেছে আজ আমাদের পিত্ত!
সত্যি বলছি মাইরি-
তখন অনেক -অনেক ভালো কেটেছিলো,
আমাদের দেশ ও জনতার স্বাস্থ্য।

21/01/2015
11:30 pm
d.m