ও প্রিয়ে তুমি এসেছ,
আমি জানতাম তুমি আসবে।
তুমি আসবে বলেই রজনীগন্ধা নিয়ে আমি রয়েছি দাঁড়িয়ে,
সফেদ পায়জামা আর পাঞ্জাবিতে-জড়িয়ে সাদা চাদর গায়ে।
সেই কাক ডাকা ভোর হতে তীর্থের কাক আর অভ্রের চাতকরূপে,
আমি রয়েছি তব অপেক্ষায়; আমাদের ঐ হিজলের তলায়-
যেথায় মোরা নিত্য দুলিতাম বেলা-অবেলায়।
দেখ প্রিয়ে, আজ এ বৈশাখী বেলায়, সবাই যাচ্ছে মেলায়।
বল তোমায় ছাড়া আমায় কি একা মানায়!
তাই তো রয়েছি তব শুভ কামনায়-
তুমি আসবে, ভাল বাসবে, হাতে হাত রেখে তবেই যাব বেড়াতে।
তুমি তো এসেছ কিন্তু এত দেরী কেন?
এদিকে সবাই কি বলে আমায় জান,আমি নাকি বাতুল-এ কথা তুমি মান?
আমি নাকি হারিয়েছি তোমায়, তুমি আর আসবেনা তাই অপেক্ষায় লাভ নেই।
আমি ওদের বলে দিয়েছি-
মম প্রিয়ে কিছুতেই হারাবার নয়।
আচ্ছা তুমিই বল, তুমি কি কভু হারিয়ে যেতে পার?
না এ অসম্ভব, তোমার রূপ-মাধুর্য কখনোই বিলীন হতে পারেনা,
তুমি কখনোই নিভতে পারনা চিরতরে!
তোমার বাঁকা ঠোঁটের মিষ্টি হাসি, অনিমেষ চোখের আপ্লুত চাহনি,
আর হলুদ বরন বদনের রক্তিম আভা
আমার নয়নে সর্বদাই জ্বল-জ্বল করে-
এসব কভু হারাবার নয়, কখনোই নয়,
ইহা থাকবে জাগরুক চিরদিন-চিরতরে হবে না কভু লীন!
তাই তো আমি আস্থার সহিত বলেছি-
তোমরা দেখে নিও সে ঠিকই আসবে, তার সাথে মম আলাপ হয়েছে।
সে আসবে বৈশাখী মেলায়-সালের পহেলায়।
সে আসবে প্রতি ফাগুনে, প্রতি লগণে, বসন্তের ঐ পিকের আহবানে।
কি প্রিয়ে কথা ছিলনা আমাদের, তবে দেরী কেন?
দেরী করেছ ক্ষতি নেই, তবে চল এখন বেড়াতে যাই।
সে কি! তুমি কোথায় যাচ্ছ প্রিয়ে?
দাঁড়াও, একটু দাঁড়াও; আমাদের না আজ বেড়াতে যাওয়ার কথা?
যেওনা প্রিয়ে, শুন আমার কথা শুন,
আমায় ফেলে যেওনা, প্লিজ আমায় ফেলে……..
…………………………………………
তুমি চলে গেলে প্রিয়ে, যেতে পারলে!
যেতে পারলে আমায় ছেড়ে!!
এ কি আমার চোখে তন্দ্রা কেন?
তাহলে কি এতক্ষন আমি স্বপ্নবিভোর ছিলাম?
আসলেই সে আসেনি?
সকল সত্য মিথ্যে করে, চোখের পলকেই সে অদৃশ্য হলো!
30/08/2001
8:10 pm
mohakhali, dhaka.