তুমি আজ বহু সুখে আছ না সুখের অসুখ আজ মহামারী-
আমি জানতে চাইব না
নিজেকে আর কত জনে বিলাবে,
সেটাও একান্ত তোমার বিষয়।
সব সিদ্ধান্ত তুমি একাই নিয়েছ,
এখনও নিবে নিশ্চয়।
রুধির ধারা ধমনী ছিড়ে বাহিরে প্রবাহিত হলেও
আমি আজ ভ্রুকুটি হেরিব না!
কারন আমি আজ খুবই শান্ত হব-
আর কোনদিন তোমায় দেখব না!

০৪/০১/২০১৫
২:৪১am
d.m.