যখন যেখানেই থাকি,
আকাশের সোনালী সূর্য কিংবা রূপালী চাঁদটাকে দেখি-
ঠিক এভাবে যদি 'মা' টাকে দেখতে পেতাম?
তবে দু'চোখ বেয়ে অশ্রুটুকু গড়িয়ে পড়তো না!
চাঁদের বুড়ির চড়কা কাটার মত যদি,
মাকে উঠোনে কাঁথা সেলাই করতে দেখতাম?
কিংবা দেখতাম ধ্রুব তারার মত নিষ্পলক আমার দিকে তাকিয়ে থাকতে?
তবে কখোনোই ভালোবাসার অভাব বোধ করতাম না!
তুমি হীনা মা-
শত সুখের মাঝেও আমি বড় দুঃখী,
শত আপনের মাঝেও আমি বড়ই একা মা, বড়ই একা!

    উৎসর্গঃ দীপক চক্রবর্তী

বিঃদ্রঃ এটা আমার মাকে নিয়ে লেখা নয়,এক ছোট ভাইয়ের মাকে নিয়ে লেখা।জন্মের পরই যে তার মাকে হারিয়েছে।


০৪/০১/২০১৫
2:16 am
d.m.