সাংবাদিকের গাহি জয়গান-সাংবাদিক যে বড় মহান।
সাংবাদিক বড় বিষ্ময়, সাংবাদিক অতি নির্ভয়!
সংবাদ আনিতে দৃঢ় প্রত্যয়ী সে, মানেনা কভু কোন পরাজয়।
হলেও তার পথ দুর্গম, তবুও সে নয় অক্ষম।
সে ছুটে যায় মরু প্রান্তরে, সে ছুটে যায় গিরি-কান্তারে।
কণ্টকময় পথ মারায়ে, সে চলে যায় খালি পায়ে।
রুধির ধারা বহিতে থাকলেও সে যায়না পিছু হটে,
সকল বাধা তুচ্ছ করে তাজা খবর সে নিয়েই ফিরে।

কালোশক্তি, অপশক্তি তাহার কাছে তুচ্ছ অতি;
পরাশক্তির থ্রেট শুনিয়া, সে যায়না কভু থমকিয়া।
রনাঙ্গনে সে বিদ্রোহী তার, চাপাবাজি সন্ত্রাস পেশা যার।
শত্রুর আঘাত আছে নির্ঘাত, আরও আছে মৃত্যুভয় নিশ্চিত যে পথে-
এসব জেনেও সে, ছুটে চলে সে পথে।
গুপ্ত খবরের খোঁজে, কাঁটা হেরিয়াও ক্ষান্ত হয়না-
মধ্যপুষ্করিনীর ঐ কমলের আহবানে!

সাংবাদিকতা পেশা তার সংবাদ হলো নেশা,
সংবাদই তার খাদ্যবস্তু, সংবাদই তার ভাষা।
সংবাদই তার ধ্যান-জ্ঞান, সংবাদই তার প্রাণ
সংবাদের লাগি মান দিতে পারে, আরও দিতে পারে জান।
সংবাদের লাগি নিবেদিত মন, দিতে পারে সব বিসর্জন-
মায়া-মমতা, স্নেহ-ভালোবাসা এমনকি পরিবার-পরিজন!

সাংবাদিক ছুটে চলে নিরন্তর।
সে ছুটে চলে গ্রাম-গ্রামান্তর, পাড়ি দেয় দেশ-দেশান্তর।
সে যেমন যায় ধনীর রঙ্গমঞ্চে, তেমনি যায় গরীবের কুঁড়ে ঘরে।
সে যেমন তুলে ধরে শহরের চিত্র, তেমনি তুলে ধরে গ্রাম্য চিত্র।
দেশের-দশের, গ্রাম বা শহরের সমস্যা-সব সমস্যাই সে তুলে দেখায়,
নিজের অভাব না ঘুচলেও, সবার অভাব সে ঘুচায়!
  
সাংবাদিকের চেয়ে মহান ভবে দেখিনাই,
নিজের কথা না ভেবে সবার মঙ্গল চায়।
সাংবাদিক হবে নিরপেক্ষ।
তার ভেতর থাকবেনা কোন দলমত কিংবা পক্ষ-বিপক্ষ।
ইচ্ছে করলে সে হতে পারে জাতির কর্ণধার-
ঠিক করতে পারে দেশীয়-কাঠামো, আরও পারে গভার্নার।
সে পারেনা এমন কাজ নেই, সে করতে পারে সব
সে রাখে অনেক ক্ষমতা, পাল্টাতে সমাজের রব।
আজ যাকে সে উঁচুতে উঠাতে পারে, কাল তাকেই করতে পারে নিচু
সন্ত্রাস-চোর নির্মূল করে, করতে পারে সাধু।
তাই গাহি সাংবাদিকের জয়গান-
ভাল কাজ করে যেন সে থাকে চিরকাল মহান।


29/10/2001
11:15 am
moddobadda, dhaka.