তুমি চলে গেলে,
রেখে গেলে কেন তোমার দেয়া যত উপহার?
তোমার সব উপহার,শার্সি খুলে দেয় আমার-
পুরনো স্মৃতির সব জানালার।
তাই ফিরিয়ে নিয়ে যাও,ছলনার অলংকর-
আমাকে দেয়া তোমার যত সব উপহার।

প্রথমেই ফিরিয়ে নাও-
তোমার প্রেমের মতই শুকিয়ে নিরস হওয়া শুষ্ক গোলাপ!
যা তুমি দিয়েছিলে,কোন এক ফাগুনে-
প্রেমের প্রথম লগণে।

তারপর নিয়ে যাও-
ভেসলেট-বন্ধুত্বের ট্যাবলেট,
যা দিয়ে বানানো শুরু মোহময় গবলেট।
ফিরিয়ে নাও ভালোবাসার সেই ক্লোরোফরম মাখা রুমাল,
বিশ্বভালোবাসা দিবসে যা দিয়ে তুমি করেছ আমায় ঘায়েল ।

এই নাও যত পরিধেয় বস্ত্রবাক্স-
মনের খেয়ালে যা তুমি দিয়েছিলে,
আমিও খেয়াল ভুলে -আবেগের তরে, তা জড়িয়ে হয়ে গেছি নিঃস্ব!
এই নয় শেষ,আরও আছে বেশ;
কেননা দিতে তুমি দেখাওনি কোন ক্লেশ!
ক্লেশ না দেখালেও, তোমার কাহিনী শেষ-
মসীরা অচল তাই, ডায়রীরা ফেলছে দীর্ঘশ্বাস!

বার মাস তুমি হয়েছ দাতা-হাতেম,
আর করেছ দু’হাতে আমার সর্বনাশ-
তোমার চোখে এখন তৃপ্তির ঘুম, আমি দেখি যত ব্যর্থ প্রেম-উপন্যাস!

রাখবোনা কিছুই,
তোমার যত উপহার-সবই এখন আমার যন্ত্রনার আধার!
আবেগী যত চিঠি, অডিও-ভিডিও সব স্মৃতি-
সবই জ্বালা ধরায় এ চোখে-মনে, সবই বুঝি ভণ্ডামি!
নিয়ে যাও ইমিটেশন ঘড়ি,আংটি-
যার যাদুমন্ত্রে পুজেছি দেবীরূপে তবরূপ-ডাইনী!

অবশেষ থেকেই যায়-
ডাইনী প্রসাদ কভু না ফুরায়,
লাভরূপী লকেটের খাঁজে নিরপরাধ প্রেমযুগল তাই-
এখনও ত্রাহি-ত্রাহি কাতরায়!
অভিশপ্ত এ গলাপড়া এখন কেবলই এর মালিক কে চায়।


01/04/2005
12:45 pm
নিজবাড়ী
অলি বাজার,হাতিয়া।