পুলিশ আজ গণতন্ত্র-রাষ্ট্রযন্ত্রের "ফুঁ"।
''সু মন্ত্র সু,পুলিশেরে দিলাম ফুঁ-
বিরোধী দল যেখানে পাবি সেখানেই তারে ছোঁ।''
পুলিশ আজ রাজনীতির বলি,
এমপি,মন্ত্রীর হাতের তুলি!
গোপালী,কপালী যতই ডাক,
পুলিশের কি দোষ বল?
ক্ষমতায় গেলে সবাই বাধ্য করে-
পুলিশ তুমি আমার কথায় চল।
বেচারা পুলিশ!
অষ্ট প্রহর কষ্ট করে,যার ভাল করে তারও গালি শোনে;
সরকার-বিরোধী টানা হ্যাঁচরা করে,
এর ফাঁক গলে শিবির পেলে-নির্ঘাত হত্যা নৃশংস নির্যাতনে!
পুলিশরা কি আর মানুষ বল-বলে নিরীহ জনগণে!
পুলিশ-ঘুষ সমার্থক আজ,ঘুষখোরদের মুখেই-
পুকুর চোরদের তল পায়না জনতা,
কেবল মুরগী চোরদের বাঁধবে-বাঁধবেই!
হায় কি নির্মম-নির্দয়,
পুলিশ-মানুষ পাশাপাশি তবু কেউ বুঝি কারও নয়!
13/01/2015
3:20 pm
tls