বেণু অগ্রে জীবন উঠেছে,
যৌবন চিৎ তাই মশানে!
আয় চলে আয় কার আছে হিম্মৎ-
কে শুনাবি উদয়ের গান,
না,না,না তোর-আমার নয়;
দেশের তরে এই আহবান।
রাজশ্রী নাই আর আউলে সওয়ার,
প্রজা-দলনে মহা আশোয়ার-
বিরোধী আজ টুঁটি চাপা পড়ে ,কার আছে ঢাল?
আটকায় পথ, ডাকে অবরোধ- হরতাল!


11/01/2015
5:21 pm
tls