তুমি একবিংশ শতাব্দীর লোক।
তুমি পাঠ্যক্ষেত্রে নামলেই দেখবে-
ছুটছে লক্ষ্যে লক্ষ ধীমান;
পরীক্ষা সব দিচ্ছে গড়ে,এক আসনে শত লড়ে!

তুমি একবিংশ শতাব্দীর লোক।
তুমি কবি হতে চাইলেই দেখবে-
প্রতিযোগী তোমার হাজার রবি!
সাহিত্যের সব রসদ শেষ,কাব্যের নেই আর পুঁজি!
কি আর করিবে নব রচনা?
যেদিকেই তাকাও দেখবে-লেখকের শত পদচারনা!

তুমি একবিংশ শতাব্দীর জন।
তুমি বৈজ্ঞানিক হতে চাইলেই দেখবে-
আপেল তলায় করিছে ধ্যান হাজার নিউটন!
শুধু গাছ থেকে আর পড়ে নাকো আপেল,
পায়না খুঁজে কোন অভিনব ত্বরণ।
তুমি জ্যোতির্বিজ্ঞানে আর রাখিবে কি অবদান?
টেলিস্কোপ হাতে দেখ ঐ শত আইনস্টাইন!

তুমি একবিংশ শতাব্দীর লোক।
তুমি দার্শনিক হতে চাইলেই দেখবে-
কোন দিক আর নেই বাকী!
এ্যারিস্টটলরা করছেন ঈক্ষন সকল দিকেই নিরবধি।
তবু দর্শনী মিলেনা দর্শী-ললাটে,রিক্ত হস্তে চলে
তোমার কি ভাই মিলবে ইহা এই ইহকালে?

তুমি একবিংশ শতাব্দীর ক্রীড়ক।
তুমি খেলোয়াড় হতে চাইলেই দেখবে,
ক্রীড়নে তোমার শত প্রতিযোগী-
কেউবা চাচ্ছেন ব্রাডম্যান হতে কেউবা কালোমানিক,
কেউবা চাচ্ছেন কাসপারভ হতে,কেউবা ক্রামনিক।
কেউবা চাচ্ছেন ভেনাস হতে,কেউবা সেরেনা,
কেউবা চাচ্ছেন ব্যাকহাম হতে,কেউবা ম্যারাডোনা।
ব্যাট-বল হাতে ছুটছে সব শচীন-রোনাল্ডোরা,
তোমার কি ভাই সাধ্য হবে তাদের কাউকে ধরা?

তুমি একবিংশ শতাব্দীর প্রণয়ী।
তুমি প্রেমিক হতে চাইলেও আজ কঠিন প্রতিদ্বন্দ্বী-
দেখবে ঐ এক পুষ্প-পশ্চাতে হাজার মধুপায়ী!
অন্তকরনণ রাখেনিকো খালি আজ, এ যুগের কোন কুমারী-
কোন হৃদ-সরোবরে ফেলবে বল, তোমার প্রেমের বড়শি?
চণ্ডীদাশরা রহিয়াছেন ঘিরে সকল ঘাটই জুড়ি,
জানিনা রজকিনীর আজ দেখা মিলে কিনা তোমার-
সারাদিনও ছিপ মারি!


27/02/2005
1:05 am
swamibag,dhaka.