ঘুমুতে গিয়ে দেখি,ঘুম আসছেনা চোখে।
চোখ জুড়ে কেবল তুমি,তুমি আর তুমি-
বার বার আসছ ধেয়ে।
ভাবলাম আজ বোধ হয়,একটা ভালো কবিতা হবে-
টেবিলে গিয়ে পড়লো চোখ ছবির এলবামে।
খুব দেখতে ইচ্ছে করছিলো তোমায়,
তাই উল্টে গেল এলবামের পাতা-
এই সেই ছবি!
যা দিয়েছিলে তুমি,কোন এক আবেগঘন ক্ষনে।
বলেছিলে যদি আমায় পড়ে গো মনে,
দেখো ভরে দু'নয়নে।
আমি তো দেখছি তোমায়,
তোমার দু'চোখে কেবল- আমি,আমি আর আমি।
কয়টি বছর আগের কথা?বেমালুম ভুলিনি-
তাইতো তুমি বদলে গেছ,মন তা বোঝেনি।
খুঁজতে চাইল সেই সনাতন-খুঁজে তা পায়নি!
শুধু মনে হলো-
কৃষ্ণচূড়া সাজবে কেন,বৈশাখ তো আজ আসে নি?
19/05/2007
3:30 pm