ভালোবাসা যখন জেগে উঠে,
তখন তা আসে সমুদ্রের ঢেউয়ের মত-
পথ-ঘাট,মাঠ-প্রান্তর,চারদিক প্লাবিত করে।
ধান নূয়ে যায়,পাট শুয়ে যায়;
মন যায় ডুবে-সাগর পাড়ের সূর্যাস্তের মত-
ধীরে-ধীরে ,অবশেষে পূর্ণডুব।
জোয়ারের সাথে যেমন ভাটা জড়িত,
তেমনি ভালোবাসার সাথে বিচ্ছেদ!
ভালোবাসায় যখন ভাটা আসে,
তখন তা আসে বালুকনার পানি গ্রাসের মত-
সকল দিকের পানিই নিমিষেই হারিয়ে যায়,
চারদিকে শুধু খাঁ-খাঁ শূন্যতা,ধুঁ-ধুঁ মরুভূমি!
থাকে শুধু পানি রূপ এক মৃয়মান মরীচিকা-
যার পিছু ছুটে-ছুটে চলে জীবনের হয়রানি!
ভালোবাসা যখন প্রকট,
তখন তা ধীরে-ধীরে জমতে থাকে-
বরফ কিংবা শীতকালীন কোন প্রসাধনী তেলের মত।
ভালোবাসা যখন পায় বিরহের অনল,
তখন তা ধীরে-ধীরে উবে যায়-
কর্পূর,নিশাদল কিংবা নেপথালিনের মত!
05/05/2007
5:06 am