আমি এক বয়ঃবৃদ্ধ,বেঁচে থেকে বড় কষ্ট পাই!
একটা স্বেচ্ছা-মৃত্যু চাই,আমি স্বেচ্ছা-মৃত্যু চাই।
একটা বিদায় সংবর্ধনার আয়োজন কর তোমরা,
আমি বিদায় নিতে চাই-
এই প্রতিষ্ঠান থেকে নয়,এ পৃথিবী থেকে।
এই পৃথিবীকে দেয়ার মত আমার আর অবশিষ্ট নাই,
তাই এখানে থাকা আমাকে আর নাহিক মানায়।
সুখের জন্য বাঁচে সকলে এ সুন্দর ধরাধামে,
সর্বাঙ্গে বিষাদ আমার সুখ নাই কায়-মনে!
সুখ যদি গো নাই থাকে আর,বেঁচে থাকার কি মানে?
আমি আজ সকলের বোঝা,বোঝা এ ধরিত্রীর;
আমার জন্য আজ খাদ্য ঘাটতি-
হয়তো বা কোন সম্ভাবনাময় নব বাড়ন্তির।
22/09/2006
8:00pm
85,swamibag