লেটুস লেটুস লেটুস গাছ,
হবি মঙ্গলেরই প্রথম প্রাণী-
কত উচ্ছ্বাস তোর আজ!
লেটুস লেটুস লেটুস গাছ,
মঙ্গল গ্রহে প্রথম যাবি-
প্রথম  হবে তোর চাষ।
আনন্দে তোর আটখানা আজ,
আমার শুধু হা-হুতাশ!


০২/০১/২০১৫
10:10  pm
d.m