02/01/2015
d.m.
-একুশ আমার গৌরব
একুশ আমার চেতনা
অমর একুশ আসছে
দলন পীড়ন থামেনা
একুশ মোদের শিখাল
মায়ের ভাষার মর্যাদা
তবুও দেখি দেশের অনেক অনেক স্থানে ভিন্নতা
মায়ের ভাষা এখনও পায়নি সর্বত্র তার মর্যাদা
দেশের ৬৪ জেলায় বিচিত্র রকম মাতৃ ভাষা
একেক জেলা একেক ধরন কথায় থাকে ভিন্নতা
ইহাই নিয়ে তুচ্ছতা কেউই কাউকে ছাড় দেয়না
লেগেই থাকে সর্বত্র বৃহৎ ক্ষুদ্রের দ্বন্দ্ব নীচতা
অনেক ক্ষেত্রে ঝগড়া ব্যাপক যুদ্ধের বাজে দামামা
কেনই হবে এসব শহীদ বীরতো চায়নি ইহা
এইতো গেল অঞ্চল ভিত্তিক ভাষার খুব দীনতা
পাহাড়ি উপ জাতির মায়ের ভাষার দাম কোথায়
তাদের এই একুশ পালন তবেকি যাবে বৃথায়
হউক তারা উপ জাতির বিভিন্ন ভাষা ভাষীর
তবুও নিজ ভাষাই আপন জুড়ায় চিত্ত অস্থির
সকল দৈন্য বিলীন করিয়া সবার হোক চেতনা
একুশ আসে শপথ নিয়ে মায়ের ভাষা খাটোনা