৬০০ ফুট গভীর গর্তে শুধু জিহাদ পড়ে নি,
পড়ে আছি আমরা,পুরো দেশ-
জিহাদ কেবলই একটা দৃষ্টান্ত!
সরকার আমাদের দেখতে পায়না,
যেন আমরা টিকটিকি জীবন্ত!
দেশের সবকিছুই আজ ৬০০ফুট অন্ধকারে চলে যাচ্ছে-
চলে যাচ্ছে বিবেক,চলে যাচ্ছে মানবিকতা-
চলে যাচ্ছে প্রতিবাদের ভাষা।
চলে যাচ্ছে বাস,ট্রেন,লঞ্চগুলো
চলে যাচ্ছে জ্ঞানী-গুনী-শিক্ষক,নিরপরাধ মানুষগুলো।
চলে যাচ্ছে বিরোধীদল,চলে যাচ্ছে গনতন্ত্র
-গণতন্ত্রের আড়ালেই চলছে নির্বাচিত স্বৈরতন্ত্র।
চলে যাচ্ছে সুনাম, চলে যাচ্ছে সুন্দরবন, চলে যাচ্ছে ঐতিহ্য -
হয়তো চলে যাবে বিরল জীববৈচিত্র্য!
01/01/2015