একজন বশির-
সদাই প্রস্তুত থাকেন পাড়ি দিতে,
দুঃসাহসিক কোন প্রাণরক্ষা অভিযানের!
তাঁর কাছে নিজের জীবন-
অন্য জীবনের তুলনায় কত তুচ্ছ,কত মূল্যহীন!
বীরত্ব ইহাকেই বলে,বাকি সব হোক প্রশংসাহীন।
খ্যাতির তরে হোক আর উৎসর্গে হোক-
স্যালুট তোমায় হে বিশ্বের সর্বশ্রেষ্ঠ মানব,
তোমায় দেখে সবাই শিখুক-
প্রাণ প্রতিষ্ঠাই মানবিক, বাকি সব লৌকিক।
কোন দিন যদি শুনি,
হকিংয়ের মতই এই বশির ঘোষণা দিয়েছে-
কখনো মানেনি বিধাতা কিংবা তার ধর্ম,
তবুও কুর্নিশ করবো তাঁকে-
দেখিয়েছে সে যে মহান অন্তর্ধর্ম।
30/12/2014
12:33pm
d.m.