জিহাদ বাঁচতে চেয়েছিল-
না জানি সে কত চেষ্টাই নিকষ অন্ধকারে করেছিল!
বিকাল থেকে মধ্যরাত অবধিও ছোট্ট জিহাদ,
নিজেকে জিইয়ে ধরে রেখেছিল!
খাবার এবং অক্সিজেন সরবরাহই হয়তো
তাকে বাঁচিয়ে রেখেছিল,
হয়তো কোন দিনই আমরা তার প্রাণপণ করুণ
চেষ্টার ছিটেফোটাও উপলব্ধি করতে পারবনা,
তবুও আশা করেছিলাম-
আমাদের, জিহাদদের করের টাকায় পোষা-
অনুন্নত,অথর্ব,অদক্ষ কিন্তু আন্তরিক দমকল বাহিনী,
হয়তো নিজেদের বদনাম মুছে এবার একটা বিশ্ব রেকর্ড করবে!
ছোট্ট জিহাদ মায়ের কোলে গিয়ে শোনাবে-
পাতাল ভ্রমণের অনন্য লোমহর্ষক কাহিনী!
বিশ্ব রেকর্ড হলো ঠিকই-
তবে তা অপবাদ গোছানোর নয়,
বিশ্বের সর্ববৃহৎ অমানবিকতা, আহম্মকতা ও অবহেলার!


29/12/2014
11:35 pm
d.m