আমাদের দেশের সবচেয়ে বড় সম্পদ,
আমাদের উদ্যমী তরুণ প্রজন্ম।
আমাদের সকল সফলতার পিছনে-
যতটা না অবদান সরকারের,
তার চেয়ে বেশি অবদান তারুণ্যের।
আমাদের সরকার পিছু হটলেও
আমাদের তারুণ্য থেমে থাকেনা,
আমাদের সরকার ব্যর্থ হলেও
আমাদের তারুণ্য হার মানে না।
অন্যায় ও অনুন্নয়নের সাথে সরকার আপোষ করলেও,
আমাদের তরুণ প্রজন্ম করে না-
তারা বিদ্রোহ করে,
সরকারকে সঠিক পথে ফিরে যেতে বাধ্য করে।
তারা নেপথ্যে ব্যাপক কাজ করে,
রাজনৈতিক অস্থিরতার মধ্যেও
দেশের সঠিক উন্নয়ন ত্বরান্বিত করে।



29/12/2014
5.50 pm
tls