ডিসেম্বর যায় চলে ,যায় চলে এ বৎসর-
অনেকর কাছেই যা ঊষর ছিল,
আবার অনেকেরই কাছে উর্বর!
তবুও কেউ দেয়না তারে বিদায়ী সংবর্ধনা,
ললাটে জোটে কেবলই যত দুয়ো আর ভর্তসনা!

নব বর্ষকে বরণের তরে-
কত আমোদ-উল্লাস ঝরে,
সবাই করে নম-নম, এসো আমার ঘরে।

ঠিক যেমন বৃদ্ধের প্রতি বিমুখ সবাই,
শিশুকে করে আদর-
বৃদ্ধের অবদান ভুলে গিয়ে করে,
শিশুকে সমাদর!



28/12/2014
8:34 pm
d.m.