খুব বলতে ইচ্ছে করে,
মনের গোপন কথাগুলো-
কেউ বন্ধু হবে কি,নেবে কি নিজের মনের ঘরে?
খুব ভালবাসা পেতে ইচ্ছে করে,
কেউ দেবে কি এই ভিক্ষুকে দু'হাত ভরে?
খুব অনুপ্রেরণা চায় গতিহীন এ জীবন,
গতির ঝড় তোলার চ্যালেঞ্জ -
কেউ নিয়ে দেখবে কি?
খুব অগোছালো এ জীবন,
কেউ সাজিয়ে দেবে কি?
ভালবাসাহীন এই কাঙ্গালে,
কেউ নাটুকে ভালবাসাও দেবে কি?
বিস্তৃত এই মরু জীবনে ,
চারিদিকে কেবল মরীচিকা দেখি-
সত্যিকারের পানি দেখাবে কি কেউ?
খরস্রোতা এ তুখোড়  জীবন-নদীতে,
কেবলই চর উঠে যায়,
কেউ থামাতে পারবে কি?
উর্বর এ জীবন ভূমির খনিজ-লবন সব,
শুধু ক্ষয়ে ক্ষয়ে যায়-
কেউ দক্ষ চাষী হবে কি?
এ জীবন শুধু মনের সাথী খুঁজে বেড়ায়,
সোনার হরিণ ঐ মনটা-
কেউ আমায় সঁপে দেবে কি?


27/12/2014
journey