বিদেশ-বিভুঁয়ে থাকি আমি,
জীবন-জীবিকার তাগিদে-
বউ-পোলাপাইন,পিতা-মাতা
কেউ থাকেনা পাশে!
শত সুহৃদ থাকলেও পাশে,
আত্মা আমার থর-থর কাঁপে-
গভীর রাতে ঘুম ভেঙে কাঁদি,
কাঁদি যেমন নিদারুণ কোন একাকীত্বে !
দেশমাতৃকার জল-বায়ু,আদর
গায়ে মাখিনা কত দিন-
যেমনি পাইনা নাড়ীছেঁড়া মায়ের,
মমতা-মাখা সোহাগ বহুদিন!
নব-পিতা পায়না নবজাতকের স্বাদ,
নব বধু কাটায় কষ্টের বহু নিঃসঙ্গ রাত!
সব কিছুর বিনিময়ে বাড়ে,
দেশের মহাগৌরবের রেমিটেন্সের খাত।
তবু সরকার প্রায়শ উদাসীন,
বহু ক্ষেত্রেই থাকে নিরবতা-
প্রবাসীদের দুঃখ লাঘবে,
দুঃসময়ে নেয়না কোন সুতড়িৎ ব্যবস্থা!
দেশের সবাই ভাবে বিদেশ-
অর্থ-বিত্ত,সুখ-স্বর্গের খনি;
কেউ বুঝে না এই হাহাকার-
না বুঝে জনতা ও জন্মভূমি!
21/12/2014
3:50 pm
tls