'ভূল' দেখে যদি অবচেতনে
মনে না হয় কভু ভুল করেছি,
অন্য কেউ ধরিয়ে দিলে-
সচেতনে তা না পরিহার ও না শোধনে,
আসবে কিগো আত্মশুদ্ধি?
ভুলের ঊর্ধ্বে কোন মানুষ নাই,
তবুও তো ভুল সংশোধন-
অন্য প্রাণীর নয়,কেবল মানুষেই বর্তায়।


23/12/2014
4:22 pm
tls