চির রহস্যের দেশে চলে গেলেন-
জীন রহস্যের গবেষক!
আর আমরা পাবোনা তাঁকে,
উদ্ভিদের সমস্যা সমাধানে।
আর দেশ পাবেনা তাঁকে,
দেশের চরম অহংবোধ ও দুঃসময়ে।
আর বিশ্ব পাবে না তাঁকে,
জীন-মুক্তির ত্রাতা হিসেবে।
যুক্তরাষ্ট্র কিংবা মালয়েশিয়া,
হয়তো এখনো খুঁজবে তাঁকে-হারিয়ে দিশা!
তিনি আমাদের অহংকার,
তিনি ছিলেন এদেশ ও বিশ্বের এক অমূল্য সম্পদ-
জিনোম সিকোয়েন্সের এক অগ্রণী সফল নেতা,
স্যালুট তাঁকে হে বাংলার কৃতী সন্তান -
জীন বিজ্ঞানী মাকসুদুল আলম,
তাঁর বিয়োগে পাই মনে বড় ব্যাথা!


22/12/2014
7:22 pm
d.m.