পাকিস্তানের দরকার ছিল মাটি
কারণ তাদের নেতার হিংস্র উক্তি ছিল-
পূর্ব পাকিস্তানের মানুষ চাইনা আমি,
মাটি চাই মাটি!
তবুও কেন একাত্তরে তারা কেড়ে নিল
লাখো মা বোনের শাড়ি?
কেন লুটে নিল তাদের ইজ্জত,
করল সতী থেকে অসতী?
কোনো মুসলিম এটা পারে না,
সুতরাং তারা অমুসলিম নয় কি?
এটা কি অমানুষের কাজ নয়,
এটা কি যুদ্ধ-অপরাধ নয়?
দরকার ছিল মাটি,
যারা দেব না মাটি-বলে দিয়েছিল বাধা,
তাদের যখন করতে পারলে আটক,
নিয়ে রাখতে পারতে তব কারাগারে,
তবুও নির্মমভাবে করলে কেন গনহত্যা?
এটা কি নয় কোন অমানবিকতা,
এটা কি নয় যুদ্ধাপরাধ নামের বর্বরতা?
রাজাকার তোদের বলছি-
হবি যদি তোরা পশ্চিমাদের সহযোগী,
তবে ৭১ এর পর কেন হলিনা দেশত্যাগী,
কেন ছারলিনা বাংলা, হলিনা পাকিস্তানি?
এরা কি দুমুখো শাপ নয়,না নয় যুদ্ধাপরাধী?
এদের কি কোন ঈমান আছে,এরা কি নয় সুবিধাবাদী?
কোন বেঈমান তো করতে পারেনা মুসলিমের দাবী?

19/12/2014
4:06 pm
d.m.