১৬ই ডিসেম্বর আসলেই
আমি শুধু আনন্দ দেখি না,দেখি এর পেছনে
লুকিয়ে থাকা বিষাদও!
এদিনে আমার জীবনে শুধু উল্লাসই থাকে না,
থাকে গলাধরা চোখভরা মিশ্রিত আনন্দাশ্রুও

১৬ই ডিসেম্বর আসলেই
ভোরের নবোদিত সূর্যটাতে আর আলো দেখিনা,
দেখি শুধু রক্ত-যেন লাখো শহীদের রক্ত ভরা গোলক!
মনে পড়ে  দেশের গানের সেই অমর কথা-
এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা,
আমরা তোমাদের ভুলবোনা,ভুলবোনা,ভুলবোনা।

১৬ই ডিসেম্বর আসলেই
প্রকৃতিতে এক বিশাল ঝড় দেখতে পাই!
যে ঝড়ে লন্ডভন্ড ঘরবাড়ি,
এখানে ওখানে পড়ে আছে মৃতদেহ-
বাতাসে বইছে লাসের বিকট গন্ধ!
খুঁজতে হবে হারিয়ে যাওয়া স্বজন,
কে কোথায় আছে ,জীবিত আছে এখনো
না হয়েছে জানোয়ারদের হাতে নৃশংস মরণ!

১৬ই ডিসেম্বর আসলেই
আমি এখনো চোখের সামনে দেখতে পাই,
অসহায় এক আত্মপ্রত্যয়ী রাজাকে-যার নাম বঙ্গবন্ধু ,
ঢাল-তলোয়ার হীন রাজা,তবুও দৃঢ় স্বপ্ন-
সোনার বাংলা গড়বেনই শরীরে থাকতে শেষ রক্তবিন্দু।

১৬ই ডিসেম্বর আসলেই
আমি এখনো লজ্জা পাই-
হায় শহীদের রক্ত ও লাশের উপর দিয়ে বুঝি,
আজও রাজাকার-আলবদর-আলসামস হেঁটে যায়!
কাদের নিয়ে আমরা আনন্দ করি,
কাদের অভিশাপ থেকে এদেশ মুক্তি চায়?

১৬ই ডিসেম্বর আসলেই
এখনো আমি অসম্পূর্ণ  যুদ্ধ দেখি,
দেখি মুক্তির আরও কত কিছুই বাকি রয়ে যায়।
১৬ই ডিসেম্বর আসলেই
আমি স্বপ্ন দেখি অসম্পূর্ণ কাজ শেষ করবে-
দেশের অগণিত চেতনাসমৃদ্ধ তরুণরাই।


14/12/2014
11:05 pm
d .m.