বিজয় যদি শত্রু বধ হয়,
তবে দেশে রাজাকার থাকে কি?
বিজয় যদি মুক্তির দূত হয়,
তবে কুসংস্কার থাকে কি?
বিজয় যদি মুক্তিযুদ্ধ হয়,
তবে যুদ্ধ শেষ হলো কি?
বিজয়ের লক্ষ্য যদি এক ও অটুট থাকে,
তবে বিচ্ছিন্নতা বাদী এরা কারা?
বিজয়ের লক্ষ্য যদি বাংলাদেশ গড়া,
তবে ভাঙন চায় এরা কারা?
বিজয়ের লক্ষ্য যদি অসাম্প্রদায়িকতা,
তবে এখনো মন্দির ভাঙে এরা কারা?
বিজয়ের পরও পাকিস্তান চায়,এমন হচ্ছে কেন?
ধর্মের নিকট অত্যাচার তুচ্ছ,আজও এ শিক্ষা কেন?
ধর্ম ছাড়া এ দেশের সাথে পাকিস্তানের মিল আছে বল কি আর কোন?
তবুও মুসলিম -মুসলিম ভাই,হিন্দু-মুসলিম নয়-
বলতে পার এমন দীনতা আজও আছে কেন?
বিজয় যদি ধর্মোর্ধ না হয়,
তবে বিধর্মী ও কাফের হবে কে?
ধর্ম যদি শাসনতন্ত্র হয়,
তবে বিজয়ের কি দরকার আছে?
জাত যদি ঊর্ধে উঠে,
তবে মানবতার আর কি দাম আছে?
আখিরাত যদি হয় যে কোন মূল্যের,
তবে এইদেশে বিধর্মীদের কি হবে?
বিধর্মীরা যদি আজও দেশ ত্যাগ করতে হয়,
তবে শহীদের ত্যাগ ও স্বপ্নের মূল্য থাকলো কিসে?
15/12/2014
10:47 pm
d .m.