তুমি নেই কাছে আজ,
তাই বোধ হয় করি শুধু তোমার আশ!
কে জানিত এমন হবে?
তাই হয়তো ভাবি এখনো,
ইস! যদি ফিরে আসতে!
আজ মনে হয় -
ইস! যদি একবার পথ আগলে দাঁড়াতাম,
ইস! যদি একবার বলতাম সব শুধরে নেব,
ইস! যদি একবার বলতাম দোষ আমারও ছিল,
তবে হয়তো একাকীত্বের স্বাদ আমার,
এমন করুণভাবে পেতে হতো না!
সবুজ সাজানো বাগান আজ,
প্রাণহীন মরুময় হতো না!
বেঁচে থাকার জন্য আজ,
ধার করা বিনোদনের প্রয়োজন হতো না!
হাজারো প্রশ্নের বান,
করতো না ঝালাপালা আমার এ দুটি কান!
নিজেকে কভু মনে হতো না ছত্র -হারা,
সমাজের ভেতর থেকেও নিরবধি সমাজ ছাড়া!


12/12/2014
10:44 pm
d.m.