- এ
দেশ
উদ্ভব,
এক নদী
রক্ত পেরিয়ে।
এই দেশ সৃষ্টি
শোষকের ছোবল,
অত্যাচারীর দখল
আর অমানুষের থাবা
থেকে বিষ্ময়-সীমা ছাড়িয়ে।