রাত্রিগুলো অসহনীয় যখন,
তোমাকে পাচ্ছি না যথা সময়ে।
স্বপ্নগুলোর দূষণ ঘটে অযাচিত জনে-
যখন তুমি থাকনা পাশে।
নিষিদ্ধ জল অন্যত্র বয়,
কাঙ্ক্ষিত নদী না পেয়ে।
আমি কোন শিল্পী হতে পারি না,
কাঁদা মাটির অভাবে।
খেলার জন্য উদগ্রীব থাকি,
বল নেই মাঠে,
দুঃখিত নাকি প্রতিপক্ষ নেই মাঠে?



9/12/2014
7:00 pm
d.m.