একটি শিশু প্রেম জন্মেছিল, জননীর কু- কামনায়।
সেই জননীই তা বধিল অকালে, কামনার শেষ তাই!
তবে কি সব জননীকে ভাল বলা যায়?
শিশুটির যখন তিন মাস পার,জননী খুঁজল অন্য নাগর-
তিন মাসের এই শিশু প্রেম জারজ করে,
বাধল পর পুরুষের ঘর!
লোক লজ্জার ভয়ে মারিয়া তাকে,
নিজ হাতে দিল কবর!
আসছে সেদিন খুব সহসায়,যে দিন জন্ম দিতে এই প্রেম-
জননী করেছিল ছটফট, কেঁদেছিল দুর্দান্ত এক প্রসব বেদনায়!
08/12/2014
7:28 pm
d.m.