যদি আমি পেতাম একটি আলোর বেগের রকেট,
মহাবিশ্ব পাড়ি দিতাম,খুলে মনের গেট।
এক সেকেন্ডে চলে যেতাম তিন লক্ষ কিলো,
চাঁদের কাছে পৌঁছে গিয়ে বলতাম-
মামা আছ কি গো ভালো?
আমায় কেউ দেখত না আর,কি হলো বাপ কিরে!
আট মিনিটে চলে যেতাম সূর্য মামার ধারে।
দুই মামাকেই বলতাম আমি,তোমরা নও আর দূরে,
এখন থেকে আসবো যাবো,আইসো আমার ঘরে।
এইভাবে ঘুরতাম শুধু তারা থেকে তারায়,
মহাবিশ্বের শেষ ঠিকানা দেখে ,ফিরে আসতাম  ধরায়।


06/12/2014
10:27 pm
d.m.