দীর্ঘ জীবনে কতই তো এল গেল,
শাপ লুডু অনেক হলো,
তবু ছোঁয়া গেল না তাকে-
যে ছিল স্বপ্নের শেষ সীমাতে।

05/12/2014
10:33
d.m.