মানুষের দুঃখ তার আকাঙ্ক্ষার সমানুপাতিক।
যখন মানুষের কোন আকাঙ্ক্ষা থাকেনা,
তখন কোন দুঃখও থাকেনা-
জীবনে যা আসে সব সুখ হয়ে আসে।
আবার জীবনে আকাঙ্ক্ষা যখন কেবল ঊর্ধগামী থাকে,
তখন দুঃখও সমান তালে বাড়তে থাকে।
এটা পেয়ে, ওটা না পাওয়ার দুঃখ-
সব পেয়েও কেন পেলাম সেই দুঃখ,
রঙ বেরঙের দুঃখ- দুঃখের সাথে বসবাস
রীতিমতো যা দুঃখ বিলাস!
01/12/2014
8:07 pm