চাকুরে জীবন বড়ই ভয়াবহ !
যেটাকে আমরা চাক্রি বলি,সেটা আসলে চাকরি।
দাসপ্রথার কথা মনে আছে?
দাসের জীবন সদাই মনীবের হাতে!
পৃথিবী থেকে এটা এখনও হারিয়ে যায়নি ,
দোর্দণ্ডপ্রতাপে ইহা এখনো বহমান ঐ চাকরির জগতে ।
এখানে ঊর্ধতনরা অধস্তনদের দাস হিসেবেই দেখে,
কোরবান এখানে প্রতিদিনই লেগে থাকে,
এখানে জবাই হবে জেনেও গরু সদাই হাস্যোজ্জ্বল থাকে!
এখানে ছেলের বয়সি ঊর্ধতন,বাবার বয়সী অধস্তনকে নাম ধরেই ডাকে!
এখানে বসের নজর থাকে সুন্দরী কলিগের দিকে
কিংবা কলিগের সুন্দরী বধুর দিকে!
হায়রে মানুষ!ক্ষমতা মানুষকে কত দীন,হীন,ক্ষুদ্রই না করে!
জন্ম লগ্নে সকল প্রাণীর চেয়ে অসহায় থাকে বলেই কি ,
মানুষ সামান্য ক্ষমতাকে যক্ষের ধনের মতই,
নির্লিপ্ত ভাবে আঁকড়ে ধরতে পছন্দ করে?


1/12/2014
11:36 pm
d.m.