যদি এমন একটা ঈশ্বর হতো ,করতো নিয়ম জারি-
যে আমারে ডাকবে সদা, ক্ষতি করবো তারই।
আমার খুব ইচ্ছে দেখার, তখন মানুষ করতো কি?
যদি এমন একটা ঈশ্বর হতো, করতো নিয়ম জারি-
যে আমারে গালি দেবে,মঙ্গল হবে তারই।
তখন কি মানুষ সব গালি দিত তারে,
এ কথাটি আমার খুব জানতে ইচ্ছে করে?
যদি এমন একটা ঈশ্বর হতো, করতো নিয়ম জারি-
যে করবে খুন -খারাপি, স্বর্গ হবে তারই-
যে থাকবে নিষ্পাপ,নরকে গমণই হবে তার অভিশাপ!
তখন আমার দেখার ইচ্ছা-
শুধু স্বর্গে যাওয়ার জন্য,
বদ মানুষগুলো এখনের চেয়েও হতে পারতো কি জঘন্য?
আর ভাল মানুষ গুলো স্বর্গে যেতে পারতো না বলে,
শুরু করে দিত কি যত অনাচার?
বিবেক তখন কি বলত একই ভাবে-
'ঈশ্বর যা করবে তা শুধু মঙ্গলের জন্যই করবে'
এ বিষয়টি আমার খুব জানার ইচ্ছে করে।
যদি এমন একটা ঈশ্বর হতো, করতো নিয়ম জারি-
সবাই নিজ নিজ কর্ম ক্ষেত্রে হও সাবধান-
পরকাল বলে থাকবে না কিছুই,
ইহকালেই করবো আমি সব সমাধান।
তখন আমার দেখার ইচ্ছা,
জগতে নাস্তিক থাকতো কতজন?
সর্বশেষে কেউ যদি বলে এমন কথা-
কোন ঈশ্বর কভু হবেনা ভাই এঁকেছেন যেমনটা,
তাদের তরে বলব আমি ভাই অবুঝ হবেন না-
'যদি' একটা অব্যয় আছে এটা ভুলবেন না।
30/11/2014
9:44 pm