আমার অবস্থা খুবই খারাপ,আবার অনেকের চেয়ে ভাল।
আমি অন্ধের চেয়ে ভাল আছি কারণ,
আমি দুটি চোখে দেখতে পাই।
আমার দুঃখ- আমি স্বপ্ন দেখে ব্যর্থ হই!
অন্ধের দু'চোখে স্বপ্ন দেখারই বা আলো কই?
আমি পঙ্গুর চেয়ে ভাল আছি কারণ,
আমি হাঁটতে পারি।
আমার দুঃখ প্রতিযোগিতার এ যুগে -
আমি দৌড়াতে পারিনা!
পঙ্গুর দাঁড়াবার সুযোগই বা কোথায়?
আমি ভিক্ষুকের চেয়ে ভাল আছি কারণ,
আমি দু'বেলা খেতে পাই।
আমার দুঃখ -আমি প্রতি বেলা মাংস পোলাও চাই!
ভিক্ষুক প্রতিবেলাই চাল খুঁজতে যায়-
পায় কি না পায়?
আমি সর্বহারার চেয়ে ভাল আছি কারণ,
আমার অনেক আপন আছে।
আমার দুঃখ-আমাকে বোঝার মত কেউ নেই!
সর্বহারার বেঁচে থাকার অবলম্বন-ই বা কই?
22/09/2006
7:20 pm
85,swamibag,dhaka