ধিক তাদের সহস্র ধিক্কার!
সন্তান জন্ম দিয়ে যারা হয়েছ জননী-জন্মদাতা,
হতে পারনি আসল পিতা-মাতা।
মিটিয়ে স্বীয় দেহ সাধনা,
মিটাতে পারনি যারা সন্তানের বাসনা,
ফেলে রেখে গিয়েছ পথপরে নিজ সন্তানেরে,
রাখনি কোন খোঁজ যথা-
ঐ প্রভুহীন পথের কুকুর-ছানা সম;
ধিক্কারি তাদের সেই মোহ কামনা-
কালের বৈরিতায় তারা কেন,
নিমিষেই বিলীন হয়ে যায় না!
নোংরা, দুর্গন্ধ গুহায় কিলবিল করা কীটের খাদ্যরূপে,
তারা কেন গড়িয়ে পড়ে না গিরীস্রাব সম-
ঐ বুবুক্ষু কীটের গহীন অন্ধকারে?

২১/০৭/২০০১
10:39 am
হাতিয়া(সুখচর)