এখনো মনে হয় আছি বর্বর সেই পৌরাণিক যুগে-
যেখানে নিজ সত্য দর্শন প্রকাশের দায়ে-
দণ্ড দেয়া হয়েছিল মুক্ত চিন্তার লোকদের!
নির্মম পাশবিক নির্যাতন ও হত্যা যঞ্জ চালানো হয়েছিল,
কালের জ্ঞানী ও দার্শনিকদের উপর!
সেই সক্রেটিস থেকে শুরু-
মুক্ত চিন্তায় মত প্রকাশের অপরাধে,
প্রহসনের বিচার দিয়ে হেমলক পানে হত্যা করা হয়েছিলো-
মানব সভ্যতার প্রথম জ্ঞান তাপসকে।
জ্ঞান চর্চা ধর্ম রক্ষায় হুমকি অপরাধে,
গীর্জায় টুকরো টুকরো করা হয়,
আলেকজান্দ্রিয়ার মহীয়সী গণিতজ্ঞ নারী হাইপেশিয়াকে!
সাথে সাথে এ পৃথিবীর জ্ঞানের আলো নিভে যায়-
অন্তত হাজার বছরের জন্য !
তারপর আবার আলো জ্বালেন কোপার্নিকাস।
ভাগ্যিস মৃত্যুই তাকে বাঁচিয়ে দিয়েছে ,
নতুবা অনুমান দুঃসাধ্য ছিল কি পরিণতি ছিল তাঁর কপালে ?
এর পর আসেন সত্য প্রকাশে তেজোদ্বীপ্ত জিয়োর্দানো ব্রুনো,
সত্য বলার অপরাধে ও কোপার্নিকাস কে সমর্থন করায়,
আগুনে পুড়িয়ে মারা হয়েছিল যাকে !
আজিবন গৃহবন্দী করে রাখা হয়েছিল গ্যালিলিও কে,
নত মস্তকে তবুও যিনি মিথ্যার কাছে হার স্বীকার করেন নি-
বলেছিলেন হিপ্পুর সি মুভে!
26/11/2014
11:23 pm