আর সব প্রাণীকেই বিশ্বাস করা যায়,
কেবল দ্বিপদ মানুষ ছাড়া।
মিথ্যে বলে সবাই-
দুধ কলা দিয়ে সাপ পুষলে কখনোই ছোবল দেয়না,
কিন্তু মানুষ পুষলে নিশ্চিত ছোবল খাবাই।
আর কোন প্রাণীরই নেই অভিনয়ের ক্ষমতা,
নেই ছলা-কলা সৃষ্টির নিষ্ঠুর  কুদক্ষতা!
আর সব প্রাণীকেই ভালোবাসা যায়,
যারা দেয়না উপহার ভালবাসার অনুশোচনা-
কেবল স্বার্থ -সর্বস্ব মানুষ ছাড়া।
আর কোন প্রাণীরই লোভ নেই,
নেই ক্রমাগত সুখী হওয়ার বাসনা।
আর কোন প্রাণীরই নেই বুদ্ধি,
নেই বুদ্ধির অসদ্ব্যবহার আর প্রতারণা!
আর কোন প্রাণীরই নেই বড়াই,
নেই নিজেকে সৃষ্টির শ্রেষ্ঠ ঘোষণার দাম্ভিকতা-
সত্যি বলতে মানুষই একমাত্র প্রাণী ,
যার মাঝে একই সাথে বিদ্যমান শ্রেষ্ঠতা ও নিকৃষ্টতা!
কোন্ রূপে বিরাজ করবে,রয়েছে তাও নির্বাচনের ক্ষমতা-
মানুষ ব্যতীত অন্য কোন প্রাণীরই নেই,
একই সাথে দ্বিরূপে চারণের এই দুর্লভ ক্ষমতা!
তাই হুমায়ূন আহমেদের মতই বলতে হয়-
একমাত্র মানুষই পারে স্বজাতিকে হত্যা করতে এবং
এই মানুষই পারে ভিন্ন প্রজাতির জন্য জীবন উৎসর্গ করতে!


23/11/2014
8:09 pm