নজরুল,রবি এদেরকেই আমরা চিনি-
যাদের কাব্য প্রতিভা আলোর মুখ দেখেছে।
কিন্তু যাদের কাব্য প্রতিভা আলোর মুখ দেখেনি,
তারা কি নন কবি?
আমি অনেকেই দেখেছি মুখে মুখে ছন্দের তুফান উঠাতে,
স্বীয় কাব্য আবৃতিতে মঞ্চ কিংবা আসর মাতাতে।
তাদের জানার পরিধি দেশ,জাত কিংবা কালের ঊর্ধে।
দার্শনিকতায় আলোর মুখ দেখা কবিরাও
হয়তো যাবেন পিলে চমকে!
তবুও আলো পড়ে না,আলো আসে না
তাই তারাও কবি হয়ে ওঠেন না -
থাকেন চির অন্ধকারে !
হাজার কবি ছড়িয়ে-ছিটিয়ে থাকেন আনাচে-কানাচে,
পাখির মতই তারা গানরূপ কাব্য শোনান জনে জনে।
কারো ভালো লাগলেও গান,না লাগলেও গান।
কোন দিন কোন আলোক চোখে পড়লে-
হঠাৎ হয়ে যান কবি নতুবা থাকেন চির শৌখিন!
- প্রদীপের তলায় সত্যিই অন্ধকার গহীন!
22/11/2014
9:06 pm