হেলা করেছিনু যখন তুমি এসেছিলে
ভুল ভেঙে গেলো দেখি-
যখন তুমি নেই পাশে।
ভুলে ভুলে জীবন আমার গেলো সর্বনাশে!


21/11/2014
4:19 pm