আমার সে জীবন,
যখন অফিস করতাম না,ছিলো পড়াশোনা-
ছিলো অগোছালো যাপন!
স্রোতে ভাসমান শেওলার মতই ছিলো বোহেমিয়ান।
কোন কিছুই হতো না ঠিক ,মানা হতো না কিছুই-
নিয়ম কানুন ওসব মগজে পড়ে থাক,
রাত জেগে, দুপুর অবধি ঘুমোবোই!
সকালের নাস্তা বহু দিনই ঘুমেই খেয়ে নিয়েছি।
কিংবা দুপরে খেয়েছি সকালের খাবার,
আর দুপুরের খাওয়া বিকেলে।
কার কথায় কি আসে,হোস্টেল বা মেস জীবন- কে দেয় বাধা?
জীবন এক্সপেরিমেন্টাল হিমুর মতই,যেভাবে চলছে চলুক না।
আর আজ আমি কোট-টাই পরা ভদ্রলোক ,
রোজ নিয়ম করে খেতে ও ঘুমোতে যাই,
শৈশবের মতই কাক ডাকা ভোরে উঠি-
টাইম টু টাইম অফিসে যাই,যেন নিয়মের চক্রেই ঘুরি
সত্যি আজ আমি কত বদলে গেছি!


19/11/2014
11:25 pm